রাজ্যে প্রথম বর্ধমানের অরিত্র, উত্তরবঙ্গে প্রথম অঙ্কিত

কলকাতা: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজ্যে প্রথম হয়েছে অরিত্র পাল। অরিত্র পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর ইনস্টটিটিউশনের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪। মেধাতালিকায় এবারও জেলার জয়জয়কার।

উত্তরবঙ্গে প্রথম দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাইস্কুলের অঙ্কিত সরকার (৬৮৮)। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে সে। এদিকে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের রিঙ্কিনি ঘটক রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে।

এবার মেধাতালিকায় কলকাতার কোনও স্কুলের ছাত্রছাত্রীর নাম নেই। রাজ্যে পাশের হার ৮৬.৩৪ শতাংশ। পাশের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। ছাত্রদের পাশের হার ৮৯.৮৭ শতাংশ ও ছাত্রীদের ৮৩.৪৮ শতাংশ। মোট পরীক্ষা দিয়েছিলেন ১০ লক্ষ ৩ হাজার ৬৬৩ জন। পরীক্ষা শেষ হওয়ার ১৩৯ দিনের মাথায় ফল প্রকাশিত হল। মার্কশিট দেওয়ার জন্য এক সপ্তাহ সময় নিয়েছে পর্ষদ। অভিভাবকদের স্কুলে গিয়ে রেজাল্ট সংগ্রহ করতে হবে। আগামী ২২ জুলাই থেকে মার্কশিট দেওয়া শুরু হবে। যদিও মার্কশিট বিতরণ কেন্দ্র এবং স্কুলগুলি জীবাণুমুক্ত করার কথা জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

 

About The Author