রাজগঞ্জ বিধানসভার 18/235 নম্বর বুথে ভোট বয়কট

রাজগঞ্জ বিধানসভার 18/235 নম্বর বুথে ভোট বয়কট এর ডাক দিয়েছেন এলাকাবাসীরা। এদিন সকাল থেকে ওই ভোটগ্রহণ কেন্দ্রে যাচ্ছেন না কেউই। শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকার মাত্র ২৪ জন ভোট দিয়েছেন। ক্ষুব্ধ এলাকাবাসীরা জানিয়েছেন রেললাইন পারাপারের জন্য কোনও সুব্যবস্থা না করা হলে ভোট দেওয়া যাবে না। রাজগঞ্জ বিধানসভার জলপাইগুড়ি দেমধাপাড়া প্রাইমারি স্কুল বুথে ভোটমুখি হচ্ছেন না এলাকাবাসী বলে খবর। তাদের স্পষ্ট কথা, রেলগেট বা রেললাইন পারাপারের জন্য সুব্যবস্থা করা হলে তবেই ভোট দেওয়া হবে। আজই যদি কাজ শুরু করা হয় তবে আজই ভোট দেবেন।

রাজগঞ্জ বিধানসভায় অন্যদিকে, এই পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে খবর। শুধুমাত্র বিন্নাগুরি অঞ্চলে বিজেপির দলীয় পতাকা না সরানোর অভিযোগ মিলেছে। এদিন সকাল সকাল নিজের বুথে ভোট দিয়েছেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায়। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত পাতিলাভাসা 68 নম্বর বুথে ভোট দিলেন তিনি। ভোট দিয়ে অন্যান্য বুথে পোলিং এজেন্টরা ঠিকঠাক পৌঁছতে পেরেছে কিনা সে বিষয়েও খোঁজ-খবর নিলেন তিনি। এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে খবর।

About The Author