Budget 2023: বাজেটে সস্তা কোনটা, দামী কোনটা? দেখুন এক ঝলকে

বাজেট ঘোষণার পর কোন কোন জিনিসের দাম বাড়ছে? দাম কমছে কোন কোন জিনিসের? দেখে নেওয়া যাক এক ঝলকে —

বুধবার চলতি আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। বাজেটে বেশ কিছু ক্ষেত্রে কর ছাড়ের ঘোষণায় স্বস্তি পেয়েছেন আম জনতাদের একাংশ। বার্ষিক উপার্জনের ক্ষেত্রে বেতনভোগীরা আয়করে ছাড় পাবেন।

অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যাদের বেতন অনুযায়ী বার্ষিক আয় ৭ লক্ষ টাকা, তাদের কোনও আয়কর দিতে হবে না। এর আগে বেতনভোগীদের আয়কর ছাড়ের সীমা বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ছিল। যাদের বার্ষিক আয় বছরে ৯ লক্ষ টাকা, তাদের আয়কর দিতে হবে ৪৫ হাজার টাকা। যাদের বার্ষিক উপার্জন ১৫ লক্ষ টাকা, তাদের কর দিতে হবে দেড় লক্ষ টাকা। আগে এই আয়করের পরিমাণ কিছুটা বেশি ছিল। যদি বার্ষিক উপার্জন ১৫ লক্ষ টাকারও বেশি হয়। তাহলে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

এবারে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়লো বা কমল —

মোবাইল ফোন, টিভি ক্যামেরা, সাইকেল ইত্যাদির ওপর কর কমিয়ে দেওয়ার কারণে দাম কমার সম্ভাবনা রয়েছে। সস্তা হতে পারে লিথিয়াম ব্যাটারি, দেশের অভ্যন্তরে তৈরি ইলেকট্রিক গাড়ি, শিশুদের খেলনা, বৈদ্যুতিক যন্ত্রাংশ ইত্যাদি। এদিকে, সোনা-গয়নার দোকানে ঢুকলে খরচ বেশি হতে পারে কারণ রুপো, সোনা, প্লাটিনাম ইত্যাদির তৈরির গয়নার ওপর প্রযুক্ত শুল্ক বাড়ানো হয়েছে। ফলে দাম বাড়বে সোনা গয়নার। যদিও হীরের উপর প্রযুক্ত শুল্কে‌ ছাড় দেওয়া হয়েছে।

About The Author