জলপাইগুড়িঃ জলপাইগুড়ি জেলায় ফের মিলল করোনা আক্রান্তের হদিস। আরও ২ জনের শরীরে মিলল ভাইরাসের সন্ধান। ২ জন আক্রান্তই জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানের বাসিন্দা বলে জানা গিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে। সম্প্রতি ওই দুজন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে নাগরাকাটায় ফেরে। গত ১৫ ই মে থেকে তাঁরা নাগরাকাটার একটি কোয়ারেন্টিন সেন্টারে ছিলেন। তারপর তাঁদের লালার নমুনা সংগ্রহ করা হয়। আজ সেই রিপোর্ট আসে এবং দেখা যায় তাঁরা দুজনই করোনায় আক্রান্ত।
উত্তরবঙ্গের করোনার দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায় জানান, আক্রান্ত দুজনকে যাতে দ্রুত জলপাইগুড়ির কোভিড হাসপাতালে নিয়ে আসা হয় সে ব্যাপারে ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তিওয়ারি বলেন, ‘হিলা চা বাগানটিকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে।’ আক্রান্ত দুজনের পরিবারের সদস্যদের কোয়ারান্টিন করার তোড়জোড় শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে।