Train Acciddent: অসমে লাইনচ্যুত লোকমান্য তিলকের আটটি কামরা

ফের রেল দুর্ঘটনা। অসমে লাইনচ্যুত হয়েছে লোকমান্য তিলক এক্সপ্রেসের আটটি কামরা। বিকেল ৪টা নাগাদ ঘটনাটি ঘটেছে। অসমের লুমডিং শাখায় ডিবালং স্টেশনের কাছে বেলাইন হয় আগরতলা থেকে মুম্বইগামী এক্সপ্রেসের কামরাগুলি। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। রেল কর্তারা জানিয়েছেন, ট্রেনটির ইঞ্জিন, পাওয়ার কার-সহ আটটি কামরা লাইনচ্যুত হয়েছে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই দাবি রেলের।

বৃহস্পতিবার সকালে আগরতলা থেকে রওনা দিয়েছিল ট্রেনটি। অসমের লামডিং এবং বদরপুরের মাঝে দুর্ঘটনাটি ঘটে। রেল আধিকারিকেরা জানিয়েছে, দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধারের জন্য একটি এক লামডিং থেকে একটি ট্রেন রওনা দেয় দুর্ঘটনাস্থলের দিকে। রেলের বরিষ্ঠ আধিকারিকেরাও ঘটনাস্থলে গিয়েছেন। তাঁরা উদ্ধারকাজের তদারকি করছেন। দুর্ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সমাজিকমাধ্যমে জানিয়েছেন, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

About The Author