হোলির দিনে ধরপাকড়, ‘মদ্যপ’ বাইক চালকদের আটক

রঙের উৎসবে মাত্রাতিরিক্ত মদ্যপান করে হাইরোডে গাড়ি চালাচ্ছেন অনেকেই। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর মোড়ে ধরপাকড় শুরু করল রাজগঞ্জ ট্রাফিক পুলিশ। ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করার পর অতিরিক্ত মদ্যপানের বিষয়টি ধরা পরতেই সঙ্গে সঙ্গেই গাড়ি বাজেয়াপ্ত করা হল।

মঙ্গলবার বিকেলে প্রায় ঘণ্টাখানেক চলল এই অভিযান। সেখানে ছিলেন রাজগঞ্জ থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্তারা।

পুলিশের তরফেই জানানো হল, উৎসবের দিনে মজা করাটা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত খেয়ে গাড়ি চালালে বিপদ ঘটবে। সেই কারণেই কয়েকজনকে আটক করা হয়েছে, সেই সঙ্গে বেশিরভাগ যাত্রীদের সতর্ক করা হয়েছে। যাতে কেউ মদ্যপান করে গাড়ি না চালায়।

About The Author