মহিলা হকিতেও সাফল্যের মুখ দেখল ভারত। টোকিও অলিম্পিকের সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল। তিন বারের সোনাজয়ী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে পরাজিত করেন রানি রামপালরা। প্রসঙ্গত, গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে গিয়েছে পুরুষ হকি দলও।
https://twitter.com/Tokyo2020/status/1422055454016872454
টোকিও অলিম্পিকের শুরুটা মোটেই ভালো হয়নি ভারতের মহিলা হকি দলের। নেদারল্যান্ডস, জার্মানি, গ্রেট ব্রিটেনের কাছে পরপর হার। এরপরই অবিশ্বাস্য কামব্যাক। প্রথমে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়। গ্রুপের শেষ ম্যাচে আবার দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লেন তাঁরা। প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোল গুরজিৎ কউরের।
প্রসঙ্গত, গ্রেট ব্রিটেনকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে গিয়েছে পুরুষ হকি দলও। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিলেন দিলপ্রীত সিংরা। একের পর এক আক্রমণে তাঁরা ব্রিটেনের ডিফেন্সকে ব্যস্ত করে তুলেছিলেন। দিলপ্রীত সিং, গুরজন্ত সিং ও হার্দিক সিং এদিন গোল করেছেন। সেমিতে বেলজিয়ামের মুখোমুখি হবেন দিলপ্রীতরা।