টাইটানিকের পাশেই পাওয়া গেল টাইটানের ধ্বংসাবশেষ

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের পাশেই নিখোঁজ সাবমেরিন টাইটানের ‘ধ্বংসাবশেষ’ পাওয়া গিয়েছে। বিবৃতি দিয়ে জানাল আমেরিকার কোস্টগার্ড। জানা গিয়েছে, টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই হরাইজন আর্কটিকের দূর থেকে নিয়ন্ত্রিত যানের মাধ্যমে টাইটানের ‘ধ্বংসাবেশেষ’ চিহ্নিত করা হয়েছে। ওশেনগেট-এর অন্যতম একজন সহ-প্রতিষ্ঠা গুইলারমো সোহেনলিন বলেন, সাবমেরিনটিতে একটি ‘তাত্ক্ষণিক বিস্ফোরণ’ হতে পারে।

১৮ জুন সাগরের তলদেশে থাকা টাইটানিক জাহাজ দেখতে যাবার পর থেকেই নিখোঁজ হয়ে যায় পর্যটক সাবমেরিনটি। সেটিতে পাইলট সহ ৫ যাত্রী ছিলেন। বেসরকারি সংস্থা ওশেনগেট যারা সাবমেনির টাইটান পরিচালনা করত, তারা এক বিবৃতিতে জানিয়েছে, যানটিতে থাকা ওশেনগেট সিইও স্টকটন রাসম, শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদ, হামিস হার্ডিং এবং পল-হেনরি নারগোলেট সবাই এ দুর্ঘটনায় মারা গেছেন। ওশেনগেটের এ যানটিতে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে একেকজন যাত্রী ২ লাখ ৫০ হাজার ডলার খরচ করেছিলেন।

About The Author