জলপাইগুড়ি: বহু প্রতীক্ষার অবসান জলপাইগুড়িতে! মেডিকেল কলেজের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, জলপাইগুড়ির রানী অশ্রুমতি টিভি হাসপাতালের সামনে প্রস্তাবিত জায়গায় মেডিকেল কলেজের জন্য মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়েছিল মঙ্গলবার। জলপাইগুড়িতে মেডিকেল কলেজ তৈরি হওয়ার পর সাধারণ মানুষ আরো বেশি করে চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন। গত সোমবার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, এসজেডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন সহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা জলপাইগুড়িতে মেডিকেল কলেজের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। বুধবার দুপুরে উত্তর কন্যা থেকে মুখ্যমন্ত্রী রিমোটের মাধ্যমে মেডিকেল কলেজের শিলান্যাস করেন।জলপাইগুড়িতে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব,জেলা শাসক অভিষেক ত্রিওয়ারি ,রাজগঞ্জের বিধায়ক খগেশর রায়,জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বমন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামানিক, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, হসপাতাল সুপার গয়ারাম নসকর প্রমুখ।