Rajganj: স্কুলে দেরি করে আসেন শিক্ষকেরা, পড়ুয়ারা ঘুরে বেরায় রাস্তাঘাটে

বেলাকোবা: সময় মতো স্কুলে আসেন না শিক্ষক। এদিকে স্কুলে এসে শিক্ষকের দেখা না পেয়ে ছাত্র-ছাত্রীরা মাঠে-ঘাটে দৌড়ঝাঁপ করে সময় কাটায়। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চলছে এমন ঘটনা। রাজগঞ্জের মান্তা‌দাড়ি গ্রাম পঞ্চায়েতের মনিঙ্গাঝরা বিএসকে স্কুলে এমনই ছবি উঠে এল। স্কুলে রয়েছে চারজন শিক্ষক তবে তাদের মধ্যে স্কুলে এসেছেন মাত্র দু’জন। একজন রয়েছেন ছুটিতে। দেরি করে আসার কারণ জানতে চাইলে তাঁরা বলেন, বাইক ঠেলে আসতে রোজই একটু-আধটু দেরি হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় রোজদিনই শিক্ষকেরা স্কুলে ঢোকেন বেলা প্রায় ১১টা নাগাদ। এলাকাবাসীর অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ওই স্কুলে গেলে দেখা যায়, পড়ুয়ারা মাঠে খেলাধুলা করছে। বইয়ের ব্যাগ পড়ে রয়েছে গাছতলায়। এরপর বেলা ১১টা ১৭তে দেখা গেল শিক্ষক এসে ঢুকেছেন স্কুলে। এই ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তিনি নানান অজুহাত দেখাতে শুরু করেন। শিক্ষকদের কথায়, জলপাইগুড়ি থেকে বাইক ঠেলে স্কুলে আসতে গিয়ে নানা জায়গায় দেরি হয়ে যায়। ১০-১৫ মিনিট দেরি হতেই পারে।

যদিও এলাকাবাসীদের অভিযোগ, সময়মতো শিক্ষক আসেন না স্কুলে। বাচ্চারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কখন কোন দুর্ঘটনা ঘটে যাবে তার নির্দিষ্ট নেই। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় জানান, বিষয়টি অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যদিও এসআই-এর সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। রাজগঞ্জের ওই স্কুলে ছাত্র সংখ্যা ৪৯ জন। অভিভাবকদের তরফে প্রশ্ন উঠছে, এভাবে শিশুদের ভবিষ্যৎ উন্নয়ন সম্ভব?

 

About The Author