দীর্ঘদিন ধরেই রাজ্য পুলিশের নিরাপত্তা পেতেন শুভেন্দু অধিকারী। গত ১৮ মে তা তুলে নেওয়া হয়। এর প্রেক্ষিতে গত ২১ জুন কলকাতা হাইকোর্টে মামলা করেন বর্তমান বিজেপি নেতা। কিন্তু সেই মামলায় হাইকোর্টে জোর ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টে বিচারপতি শিবকান্ত প্রসাদের সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে এই মামলার প্রেক্ষিতে রায় দিয়ে জানানো হয়, জেড ক্যাটাগরির পাশাপাশি নতুন করে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই শুভেন্দুকে।
শুভেন্দু অধিকারীর রাজ্য পুলিশের নিরাপত্তা প্রত্যাহারের কারণ জানতে চেয়ে এর আগে রাজ্যের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। এর জবাবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, মামলাকারী একজন বিরোধী দলের নেতা। তাঁর প্রাণনাশের হুমকি রয়েছে। আর সেই কারণেই তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান। এই নিরাপত্তা তাঁর জন্যে যথেষ্ট। রাজ্যের এই যুক্তি শোনার পরই আদালত রায় দিয়ে জানায়, রাজ্য সরকারের দায়িত্ব আবেদনকারীর নিরাপত্তা নিশ্চিত করা। যেহেতু আবেদনকারী ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন, তাই রাজ্য সরকারকে এখনই অতিরিক্ত নিরাপত্তা দিতে হবেনা।