ঘূর্ণিঝড় ইয়াসে বিপর্যস্ত দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা। এনিয়ে রাজ্য সরকারের কাছে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বিপর্যয়ের এই সময়ে রাজ্যের প্রধান বিরোধী দলের জনপ্রতিনিধিদের উপেক্ষা করা হচ্ছে। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বিধায়কেরা ফোন করলে ব্লক আধিকারিকেরা তার জবাব দিচ্ছেন না। এটা গণতন্ত্রের পরিপন্থী।’ তাঁর আরও অভিযোগ, ‘প্রধানমন্ত্রী সবার সঙ্গে বৈঠক করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেন। অথচ এই রাজ্যের সরকার বিজেপি প্রতিনিধিদের উপেক্ষা করছেন।’
শুভেন্দু অধিকারী বলেন, ‘আশা করব, প্রশাসন এই ধরনের বিপর্যয়ের সময়ে দলমতের ওপরে উঠে কাজ করবে। আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতার জন্য তৈরি।’ একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গের বরাদ্দকৃত অর্থ ১ হাজার ৮৭ কোটি টাকা। তার মধ্যে কেন্দ্রীয় বরাদ্দ ৮০০ কোটি। সেই টাকার প্রথম কিস্তির ৪০৪ কোটি কেন্দ্রের তরফে রাজ্যকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বুধবার বলেছিলেন রাজ্যের ১ হাজার কোটি, কেন্দ্রের ৪০০ কোটি খরচ করেছেন। সেগুলো কোথায় খরচ করলেন দেখতে পাইনি। আমরা দাবি করছি, কোথায় কোথায় ৪০০ কোটি টাকা খরচ করেছেন, কারা কারা পেয়েছেন, এটা আপনারা জানান।’ বিপদের এই সময়ে দলমতের ঊর্ধ্বে উঠে রাজ্যের কাজ করা উচিত বলে মনে করেন শুভেন্দু।