Supreme Court: রাজ্যকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট! পরবর্তী শুনানি পুজোর পর

রাজ্যকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট! আগামী ৩১ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ করতে নির্দেশ সুপ্রিম কোর্ট-এর।

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানোর কাজ কত দূর এগোল, তা রাজ্যের কাছে জানতে চান প্রধান বিচারপতি।

রাজ্যের পক্ষের এক আইনজীবী রাকেশ ত্রিবেদী জানান, রাজ্যে বন্যার জন্য এই কাজ কিছুটা থমকে গিয়েছে। ১০ অক্টোবরের মধ্যে কাজ হয়ে যাবে। প্রধান বিচারপতি জানান, ৩১ অক্টোবরের মধ্যে যাতে কাজ সম্পূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে রাজ্যকে।

জুনিয়র ডাক্তারেরা কেন সব কাজ করছেন না, সেই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের তরফে জানানো হয়, জুনিয়র ডাক্তারেরা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি পুজোর পর। আগামী ১৪ অক্টোবর এই মামলার ফের শুনানি সুপ্রিম কোর্টে।

About The Author