বাংলাদেশে একটি রান্নার অনুষ্ঠান থেকে গো-মাংসের প্রচার করে বিতর্কে জড়ালেন জনপ্রিয় টিভি চ্যানেলের উপস্থাপিকা সুদিপা চ্যাটারজি। যার বাড়িতে দুর্গাপূজা হয়, সে কিনা গোরুর মাংস নিয়ে নাড়াচাড়া করে? এমনই বাঁকা মন্তব্যে বিদ্ধ করে ক্ষোভের প্রকাশ হিন্দু বাঙ্গালিদের। সোশ্যাল মিডিয়ায় ওই অনুষ্ঠানের ভিডিও ছেড়ে সুদিপার মুন্ডুপাত করছেন অনেকেই। সুদিপা’কে নাকি প্রানে মারার হুমকিও দিচ্ছে কেউ কেউ।
জানা যাচ্ছে, ওপার বাংলায় ইদ স্পেশাল একটি এপিসোডের জন্য একটি চ্যানেলে অংশ নিয়েছিলেন সুদিপা। সেখানে রান্না গোরুর মাংসের কোফতা রান্না হচ্ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, উপস্থাপিকা বাংলাদেশি মহিলা বলছেন, ‘তুমি যখন গেস্ট, আমি হোস্ট হিসেবে তোমায় রান্না করে খাওয়াব গোরুর মাংসের কোফতা।’ সেখানে সুদিপা গোমাংস নিয়ে বলা ভালো মাংসের পদ নিয়ে আলোচনা করছিলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় তুমুল রোষ তৈরি হয়েছে সুদিপাকা নিয়ে। একজন হিন্দু হয়ে কিভাবে গোরুর মাংস প্রোমোট করেন তিনি? প্রশ্ন তুলেছে নেট আদালত। সুদিপাকে নিয়ে কুমন্তব্যের বন্যা বইছে যেন। বলা হচ্ছে, এই কারনেই নাকি জি বাংলাও সুদিপাকে বাদ দিয়েছে তাদের জনপ্রিয় শো থেকে।