শিলিগুড়ি: কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হল। রাজ্যের বেশ কয়েকটি কন্টেইনমেন্ট জোনে লকডাউন বাড়ল ১৯ জুলাই পর্যন্ত৷ বুধবার থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় কড়া লকডাউন৷ লকডাউন বাড়ানো হল জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, রায়গঞ্জ এবং শিলিগুড়ির কন্টেইনমেন্ট জোনগুলিতে৷ মঙ্গলবার সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রসচিব৷ কলকাতা এবং উত্তরবঙ্গের ৫টি করোনা হটস্পটের উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে ৷
আনলক হয়েছে দেশ। কিন্তু বদলায়নি পরিস্থিতি। প্রতিদিনই রেকর্ড গড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। বাদ নেই এরাজ্যেও। কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে ভাইরাসের প্রকোপ। রাজ্যের সমস্ত কনটেইনমেন্ট জোনে গত বৃহস্পতিবার থেকেই কড়া লকডাউন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই মেয়াদ আপাতত বাড়িয়ে ১৯ জুলাই পর্যন্ত করা হল ৷ তবে তারপরেও লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কী না, তা পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেবে রাজ্য ৷
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এলাকাভিত্তিক কন্টেইনমেন্ট জোন ও বাফার জোনে কড়া লকডাউন শুরু হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, লকডাউন এলাকায় সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, শিল্প-কারখানা, বাজার-দোকান সমস্ত কিছুই বন্ধ রয়েছে। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে শুধু ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া কেউই বাড়ির বাইরে বেরোতে পারবেন না।
এদিকে কন্টেইনমেন্ট জোনে লকডাউনের কথা ঘোষণা হতেই শিলিগুড়ি শহরের জনসাধারণের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি। খবর ছড়ায় গোটা শহর লকডাউন হতে চলেছে। তবে পরবর্তীতে দার্জিলিং জেলার জেলাশাসক এস পন্নমবলম জানান, লকডাউন করা হবে শুধুমাত্র কন্টেইনমেন্ট ও বাফার জোন গুলিকে।