দীর্ঘ ৬ বছরের অপেক্ষার পর অবশেষে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ শুরু হল। অযোগ্যদের জায়গায় যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু করল এসএসসি।
শুক্রবার থেকে শুরু হল এসএসসি বঞ্চিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া। অযোগ্যদের কারণে বঞ্চিত হয়েছেন যারা, তাদের মধ্যে ৬৫ জনকে সুপারিশপত্র দেওয়ার জন্য শুক্রবার ডাকা হয়েছে এসএসসি ভবনে। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ওয়েটিং লিস্ট থেকে আদালতের নির্দেশ মতো শুরু হয়েছে নিয়োগ।
এসএসসি তরফ থেকে আদালতের কাছে একটি হলফনামা পেশ করা হয়। সেপ্টেম্বর মাসে নথি পরীক্ষা করে দেখা যায়, সেখানে ১৮৩ জন র্যাম্প জাম্পিং করে সুপারিশ পত্র পেয়েছে। এরপরই তাদের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তীকালে ডিআইদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায় ১০২ জন নিজেদের চাকরিতে যোগ দেননি।
আদালতের নির্দেশে, সেই শূন্যস্থানেই বঞ্চিত প্রার্থীদের প্যানেল থেকে নিয়োগের নির্দেশ দেয় আদালত। সেই মতোই এদিন সুপারিশপত্র দিতে ৬৫ জনকে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন।