Jalpaiguri: কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সাবধানী বার্তা পুলিশ সুপারের

ঘন কুয়াশায় জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে সাবধানী বার্তা দিলেন পুলিশ সুপার। বুধবার রাজগঞ্জের ফাটাপুকুর মোড়ে প্রাথমিক সেবা কেন্দ্রের উদ্বোধন করে একথা জানালেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গনপত।

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর সংশ্লিষ্ট এলাকায় কোনওরকম দুর্ঘটনা ঘটলে যাতে অবিলম্বে আহতদের প্রাথমিক চিকিৎসা শুরু করা যায় সে কথা ভেবেই ফাটাপুকুর মোড়ে নতুন প্রাথমিক সেবা কেন্দ্র চালু করল পুলিশ। পুলিশের এই উদ্যোগে পাশে ছিলেন জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও। গ্রিন ভ্যালি জলপাইগুড়ির তরফে একটি হুইল চেয়ার সেখানে রাখা হয়েছে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে পুলিশ সুপার জানান, বর্তমানে কুয়াশার কারণে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে। সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। সাধারণ মানুষও যেন সতর্ক থাকেন।

বুধবার সকালে কুয়াশার মধ্যেই ফাটাপুকুর ট্রাফিক মোড়ে নতুন প্রাথমিক সেবা কেন্দ্রটির দ্বার উদঘাটন করেন এসপি। সঙ্গে ছিলেন ডিএসপি, রাজগঞ্জের বিধায়ক, থানার আইসি, ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ কর্মী এবং এলাকার নেতারা। অনুষ্ঠান সেরে জলপাইগুড়ি ফেরার পথে ‘দুর্ঘটনাপ্রবন’ দশদরগা মোড় পরিদর্শন করেন পুলিশ সুপার। প্রসঙ্গত, কদিন আগেই সেখানে মর্মান্তিক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছিল।

About The Author