হেরে গেল রোনাল্ডোরা! পর্তুগালকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া

২-১ গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল পর্তুগাল। দক্ষিণ কোরিয়াকে হারালে এ বারের বিশ্বকাপে প্রথম দল হিসাবে গ্রুপের তিনটে ম্যাচই জিততেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু সেটা হল না। অন্তত দু’বার গোল করার কাছে পৌঁছে গিয়েও গোল করতে পারলেন না রোনাল্ডো। বিশ্বকাপের গ্রুপ পর্বে পর পর দু’টি ম্যাচে খালি হাতেই ফিরতে হল তাঁকে। গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোয় গেলেন রোনাল্ডোরা।

জড়ান রিকার্ডো র করা গোলে শুরুতেই লিড পায় পর্তুগাল। অন্যদিকে পাল্টা আক্রমণে যায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ১৬ মিনিটে পর্তুগালের জালে বল জড়ান দক্ষিণ কোরিয়ার কিম জিনসু। তবে তা অফ সাইডের কারণে বাতিল করে দেন রেফারি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। কর্নার থেকে ভেসে আসা বল পেয়ে জালে জড়ান কিম ইয়ং-গওন। তার গোলে ম্যাচে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া।

ম্যাচের ৮৬ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় পর্তুগাল। তবে সেখান থেকেও সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের দেখা পায় দক্ষিণ কোরিয়া। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে ডিফেন্স চেড়া পাস দেন সন হিউন মিন। তার পাস থেকে বল পেয়ে গোল করেন বদলি নামা হোয়াং হি-চ্যান। এরপর পিছিয়ে পড়ে গোলের জন্য চেষ্টা চালায় পর্তুগাল। তবে আর কোন গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় পায় দক্ষিণ কোরিয়া।

 

About The Author