‘দিদি’র কাছে ক্ষমা চেয়ে তৃণমূলে ফেরার ইচ্ছে সোনালির

বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে দিদির ওপর অভিমান করে দল ছেড়েছিলেন তৃণমূলের পুরনো নেত্রী সোনালি গুহ। এরপর, পদ্ম শিবিরেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরই বাংলায় ফিরল তৃণমূল। এরপরই উলটো সুর সাতগাছিয়ার প্রাক্তন বিধায়কের গলায়। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করে দীর্ঘ টুইট করলেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমাও চাইলেন সোনালি।

সোনালি গুহ টুইটারে লিখেছেন, ‘সম্মানীয়া দিদি, আমার প্রণাম নেবেন। আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন। ধন্যবাদান্তে, আপনার স্নেহের সোনালি গুহ।’

 

About The Author