চলন্ত ট্রেনের চাকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা স্টেশেনে। শুক্রবার সকালে আলুয়াবাড়ি স্টেশনের কাছে শিয়ালদহ–আলিপুরদুয়ার আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চাকায় আগুন লাগে। ঘটনা জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
এদিন পরে ওই অবস্থায় সকাল ৯টায় ট্রেনটি প্রথমে এসে পৌঁছায় বাগডোগরা স্টেশনে। খবর পেয়ে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ এবং দমকল কর্মীরা। তাঁদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, ট্রেনের চাকার ব্রেকব্যান্ড জ্যাম হয়ে যাওয়ার ফলে লাইনের ঘষা লেগে আগুন লাগে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি আলিপুরদুয়ারের উদ্যেশ্যে রওনা হয়।