Siliguri: অন্যের হয়ে পরীক্ষা! পুলিশের জালে ভুয়ো পরীক্ষার্থী

পুলিশের চাকরিপ্রার্থীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে, পুলিশের জালেই ধরা পড়ল এক যুবক। শিলিগুড়ি এনজেপি থানার পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী।

জানা গিয়েছে, মঙ্গলবার ফুলবাড়ির ১০ ব্যাটালিয়ানে জলপাইগুড়ি স্পেশাল রিক্রুটমেন্ট (Requirement) বোর্ড ইন্টারভিউ চলছিল। সেখানেই অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়েছিল ওই ভুয়ো পরিক্ষার্থী। যুবকের চালচলনে পরীক্ষকদের সন্ধেহ হয়। তাকে জিজ্ঞাসবাদ করতেই উঠে আসে আসল তথ্য। অবশেষে এনজেপি থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম সাগর সাহা।

এর আগেও শিলিগুড়ি পুলিশ কমিশনারের অন্তর্গত বিভিন্ন থানায় এমন ভুয়ো পরিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে বলে খবর। মঙ্গলবার ফের এক ভুয়ো পরিক্ষার্থী ধরা পড়ে পুলিশের জালে। ধৃতকে বুধবার পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে কার হয়ে ওই যুবক পরীক্ষা দিতে এসেছিল, তদন্তের স্বার্থে সেই তথ্য গোপন রাখা হয়েছে।

About The Author