টানা বৃষ্টির জেরে সিকিমে ধসে পড়ল একাধিক বাড়ি, মৃত্যু ৩ জনের

বর্ষা শুরু হতে না হতেই বিপর্যয়ের হাতছানি সিকিমে। রাত থেকে টানা বৃষ্টির জেরে পাহাড়ের মাটি ধসে মারা গেলেন তিনজন স্থানীয় বাসিন্দা। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে সিকিমের নামচি জেলার মাজুয়া গ্রামে ৷ মৃতদের মধ্যে একজন মহিলা ছিলেন৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছিল ৷ সেই বৃষ্টির জেরেই সোমবার সকালে ওই এলাকায় অন্তত সাতটি বাড়ি ধসে যায় ৷ সেই ঘটনাতেই তিনজনের মৃত্যু হয় ৷ বেশ কয়েকজন নিখোঁজ ৷ বৃষ্টির জেরে সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে ৷ ফলে যান চলাচল বন্ধ ৷ এর জেরে সমতল থেকে কেউ যেতে পারছেন না সিকিমের দিকে ৷ আবার সিকিম থেকেই সমতলের দিকে কেউ আসতে পারছেন না ৷ ফলে সিকিমে বেড়াতে যাওয়া বহু পর্যটক আটকে পড়েছেন ৷

শিলিগুড়ির খবর: নদীর জলে ভেসে এল সদ্যজাত কন্যা সন্তানের দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন শান্তিপাড়া এলাকায়। সোমবার জোড়াপানী নদীতে শিশুর দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। প্রথমে স্থানীয়দের নজরে আসে ওই শিশুটির দেহ। পুলিশ এসে দেখটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

About The Author