Saraswati puja theme: ভ্যাক্সিন নিলেন বাগদেবী, কোথাও আধার কার্ডে নয়ত ফেসবুক প্রোফাইলে, দেখুন ছবি

সরস্বতী পুজোর থিমে পাড়ায় পাড়ায় কোথাও ভ্যাক্সিন নিলেন বাগদেবী, কোথাও আবার আধার কার্ডে নয়ত ফেসবুক প্রোফাইলে ধরা দিলেন বিদ্যার দেবী, দেখুন ছবি

করোনার ভ্যাক্সিন নিয়েছেন বিদ্যার দেবী সরস্বতী। তাঁকে ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে ফুললি ভ্যাকসিনেশনের শংসাপত্র। সেই শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির জায়গায় অবশ্য ব্রহ্মাদেবের ছবি রাখা হয়েছে। সরস্বতী পুজোর থিম হিসেবে এমন আয়োজনের ছবি ধরা পড়ল রাজগঞ্জের সুভাষপল্লীতে। উদ্যোক্তারা জানালেন, বর্তমানে অনেকেই ভ্যাক্সিন নিয়েছেন তবে যারা বাকি রয়েছেন তাদের সতর্ক করতেই এমন ভাবনা।

ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া, অথবা ঘন মেঘ বলে ঋ, দিন বড় বিশ্রী, এ বছর সরস্বতী পুজোর থিমে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজপাঠ ফুটে উঠেছে রাজগঞ্জের ফাটাপুকুরে।

এদিকে সরাসরি ফেসবুক প্রোফাইলে ধরা দিলেন দেবী সরস্বতী। নীচে লেখা রয়েছে, লিভস ইন কৈলাস, হিমালয়। পুজোর থিম হিসেবে এই ছবি ধরা পড়ল রাজগঞ্জের তেলিপাড়ায়।

শনিবার যথাযথ নিয়ম মেনে সরস্বতী পুজো সম্পন্ন হল রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুল এবং হিমালয়ান ইন্টারনেশন্যাল রেসিডেন্সিয়াল স্কুলে। রাজগঞ্জ কলেজেও বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন পড়ুয়ারা।

মালদা হরিশ্চন্দ্রপুরে তেতুল বাড়ি মোড়ে আধার কার্ডে ধরা দিলেন দেবী সরস্বতী। আধার কার্ডের মধ্যে রয়েছে সরস্বতীর ছবি। উদ্যোক্তারা জানিয়েছেন, আধার কার্ডের প্রয়োজনীয়তা বোঝাতেই এই ধরনের থিমের আয়োজন।

About The Author