Rajganj: হিন্দু-মুসলিম সকলে মিলে কালীপুজো করেন বিহারু হাটে

সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন বিহারু মহম্মদের কালীপুজো। বিহারু মহম্মদের অবর্তমানে এখন পুজো করেন তার পরিবারের সদস্যরা। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বিহার হাটের জোড়া কালীপুজো এবছর ১০৯ তম বর্ষ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিহারু মহম্মদ ১৯১২ সালে নিজের হাতে কালীপূজা শুরু করেছিলেন। পরবর্তীতে বংশ পরম্পরায় তার পরিবারের সদস্যরা কালী পুজো করে আসছেন। স্থানীয় পূজারী চুমানু রায়ের সহযোগিতায় তারা পুজো করেন। পুজোর প্রস্তুতি,চাঁদা তোলা, পুজোর আয়োজন, এসব কাজ করেন আমাদের পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্য শাহাদাত আলী বলেন বলেন, ‘দাদু নিজে হাতে এই পূজা করতেন। পরবর্তীতে বংশ-পরম্পরায় তারা কালীপুজো করছেন। এলাকার হিন্দু-মুসলিম সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন।’ পুজোর দিন বাড়িতে নিয়ম নীতি মেনে উপবাসও থাকেন পরিবারের সদস্যরা। এ বছর করোনা পরিস্থিতির জন্য সেরকম ধুমধাম করে পুজো অনুষ্ঠিত হচ্ছে না। প্রতিবছর মেলা হলেও এবছর তা বন্ধ রাখা হয়েছে।

About The Author