পুজোয় সুখবর BSK-কর্মীদের জন্য! ১১ শতাংশ বেতন বাড়িয়ে দিল নবান্ন

পুজোর মুখে সুখবর পেলেন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা! বেতন বাড়িয়ে দিল রাজ্য। সেই সঙ্গে বার্ষিক বেতন বৃদ্ধির কথাও জানাল নবান্ন।

২০২৪ সালের ১ অক্টোবর থেকে সারা রাজ্যে কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হচ্ছে। এতোদিন তাঁদের বেতন ছিল ১৪ হাজার ৩৮০ টাকা। পাশাপাশি ২০২৫ সালের ১ জুলাই থেকে তাঁদের বার্ষিক ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হচ্ছে।

সম্প্রতি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের দুই সমাজকল্যাণ প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টরা এতদিন পারিশ্রমিক পেতেন ১৫ হাজার টাকা। এবার তা বেড়ে হল ২১ হাজার টাকা। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ১৬ হাজার টাকা। কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক ১২ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৬ হাজার টাকা। বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধিও বর্ধিত হচ্ছে।

About The Author