‘বসপন কা প্যায়ার’ ভুলতে না দেওয়া ছেলেটি কে? যাকে নিয়ে মেতেছে গোটা দেশ

‘বাচপান কা পেয়ার কাভি ভুল নেহি জানা রে।’ অকপট ছেলেমানুষী ভাষায় খোলামেলা গান গেয়ে রাতারাতি ভাইরাল হল ছত্তিশগড়ের সুকমার বাসিন্দা বছর-দশেকের সহদেব দিরদ। শেষ পর্যন্ত রাজ্যটির মুখ্যমন্ত্রী পর্যন্ত বাচ্চাটির গলায় ফুলের মালা পরিয়ে গান শুনে প্রশংশা করলেন। তবে এই ভাইরাল ছেলেটির ব্যাপারে কতটুকুই জানেন?

ছোট্ট সহদেব মাত্র ছয় বছর বয়সে তার মাকে হারায়। বাড়িতে অন্য চার ভাই এবং দুই বোনকে নিয়ে অভাবের সংসারে তাদের মানুষ করছেন তার বাবা। আঞ্চলিক এই গানটি স্কুলে তার শিক্ষকের সামনে গেয়েছিল সহদেব। ভিডিওটি সামাজিক মাধ্যমে তিনিই আপলোড করেছেন। এরপর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। গানের সঙ্গে রিল ভিডিও বানাতে শুরু করেন সকলে। যা নাড়িয়ে দেয় গোটা দেশের নেট-নাগরিকদের। এমনকি এই ভিডিও দেখে তাকে গান গাওয়ার সুযোগ দিতে চেয়েছেন খোদ বাদশা। অভাবের সংসারে সহদেবের স্বপ্নও ভবিষ্যতে সে গায়ক হবে।

ভাইরাল খুদে সহদেবকে সম্মান জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তার সামনেও বাচপান কা পেয়ার গানটি খোলা মনেই গাইলেন সহদেব। তার সরলতায় মুগ্ধ গোটা দেশ। সকলেই এই ভিডিও দেখে ছোট্ট সহদেবের প্রশংসায় মেতেছেন।

About The Author