Vladimir Putin: ভারত সফরে আসছেন পুতিন, ‘বন্ধু’ মোদীর সঙ্গে করবেন বৈঠক

ডেস্ক রিপোর্ট: খুব শীঘ্রই ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন। দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও পুতিনের ভারত সফর নিশ্চিত জানিয়ে দিল রাশিয়া সরকার।

প্রসঙ্গত, মোদী-পুতিন সু-সম্পর্ক কারও অজানা নয়। চলতি বছরেই জুলাই মাসে প্রথমবার, পরে অক্টোবর মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রশাসনিক সদর দপ্তর।

ক্রেমলিনের তরফে বলা হয়েছে, খুব শীঘ্রই পুতিনের ভারতের সফরসূচি ঘোষণা করা হবে। তা নিয়ে আলোচনা চলছে। ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন। দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে এই সফরে। আর আগের বৈঠকেও ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে ছিলেন মোদী।

About The Author