ইদের নামাজের জন্য রাস্তা বন্ধ বা অভিমুখ বদলের নির্দেশ কলকাতা পুলিশের

কলকাতা: বকরি ইদ উপলক্ষে কলকাতা শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। নামাজ পড়তে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার ইদের আবহে নামাজের জন্য বেশকিছু রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হতে পারে বা যান চলাচলের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হতে পারে বলেও কলকাতা পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে। বুধবার কলকাতা পুলিশের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত গার্ডেনরিচ রোডের রামনগর ক্রসিং থেকে আবদুল খাবির রোড পর্যন্ত রাস্তা, আকরা রোড, পাহাড়পুর রোডের কাচ্চি সড়ক থেকে অ্যাসবেস্টস রোড পর্যন্ত রাস্তা, রেলওয়ে লাইন রোডে পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। এই রাস্তাগুলিতে ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ছোট পণ্যবাহী যান চলাচলও বন্ধ রাখা হবে। তবে প্রয়োজনীয় পণ্যবাহী যান চলাচলে ছাড় দেওয়া হবে।

About The Author