১৯৫১ সালের ২ জানুয়ারি, পথ চলা শুরু করেছিল রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুল। ২০২৩-এর ২ জানুয়ারি, স্কুলের বয়স ৭২ পূর্ণ হল। মঙ্গলবার রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হল। জন্মদিনের কেক কেটে এবং প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তাঁর সঙ্গে ছিলেন স্কুলের জমিদাতা মহেন্দ্রনাথ শর্মার ছোট ছেলে অজিত শর্মাও।
স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা নাচে গানে এবং কবিতা ও বক্তৃতায় উদযাপিত হল এদিনের বার্ষিক অনুষ্ঠান। জানা গিয়েছে, রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুল পথ চলা শুরু করেছিল ১৯৫১ সালের ২ জানুয়রি। প্রথম হেডমাস্টার ছিলেন মণিভূষণ রায়। এবছর ২ জানুয়ারি স্কুলের ৭৩ তম জন্মদিন পালিত হল। ২০২৫-এ ৭৫ তম প্রতিষ্ঠা দিবস রয়েছে। সেই নিয়ে এখন থেকেই উদ্দিপনা তৈরি হয়েছে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি অ্যালুমনি অ্যাশোসিয়েশন তৈরি করে স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের ভাবনা রয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠানে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভুপেন্দ্র নাথ রায়, পরিচালন সমিতির সভাপতি শেখ ওমর ফারুক সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলেরই শিক্ষক দিপঙ্কর দে। বিধায়ক বলেন, তাঁর জন্মের সাল এবং স্কুলের জন্ম সাল একই অর্থাৎ ১৯৫১। তাই আসছে ৭৫ তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান যাতে ভালো ভাবে আয়োজিত করা যায় সেই ব্যাপারে তিনি আন্তরিক প্রচেষ্টা করবেন এবং প্রয়োজনে সাহায্য করবেন।