RIP Milkha Singh! প্রয়াত মিলখা সিং

করোনা যুদ্ধে হেরে গেলেন ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ক’দিন আগেই তাঁর স্ত্রী নির্মল কাউর প্রয়াত হন। এবার মিলখা সিংও না ফেরার দেশে চলে গেলেন। ৯১ বছরে প্রয়াত হলেন দেশের কিংবদন্তি অ্যাথলিট। মিলখা সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৪ বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে সারা দেশে শোকের ছায়া। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিং। ১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি।

তাঁর পরিবার সূত্রে খবর, শুক্রবার বিকেল থেকেই তাঁর শরীরে করোনা পরবর্তী সমস্যা বাড়তে থাকে। পাশাপাশি তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও ব্যাপকহারে কমে যায়। ক’দিন আগেই তিনি করোনা যুদ্ধে জয়লাভ করেছিলেন। তবে শারিরীক সমস্যা এড়ানো গেল না। এদিন রাত শেষ না হতেই না ফেরার দেশে চলে গেলেন মিলখা সিং।

About The Author