নজিরবিহীন ঘটনা! কলকাতায় এ যেন ইতিহাস। জীবনে হয়ত গ্যালারিতে পাশাপাশি বসে খেলা দেখতেন না। কিন্তু আরজি কর কাণ্ডে চিকিৎসকের বিচার চাইতে এসে মিলে গেলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকেরা।
আরজি কর কাণ্ডের বিচার চেয়ে এক স্বর দুই দলের। বাঙ্গাল ঘটি এক স্বর, জাস্টিস ফর আরজি কর। পুলিশের রক্তচক্ষু সত্ত্বেও যুবভারতীতে ঐতিহাসিক বিক্ষোভ দেখালেন মহমেডান স্পোর্টিং, ইস্টবেঙ্গল, মোহনবাগান দলের সমর্থকরা। তবে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিবাদীদের লাঠিচার্জ করে পুলিশ এমনটাই অভিযোগ সামনে উঠে এসেছে।
এমনকি তাঁদের আটকও করা হয়। যুবভারতীর কাছে তাঁদের কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলা হয়। আর তাঁরা যে পাশাপাশি বসে আছেন, সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ছবিতে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় আরও একটি ‘আইকনিক’ ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে যে মোহনবাগান আলট্রাসের জার্সি পরিহিত এক ব্যক্তির কাঁধে বসে আছেন ইস্টবেঙ্গলের জার্সি পরে থাকা এক সমর্থক। আর পিছনেই উড়ছে ভারতের জাতীয় পতাকা। নেটিজেনরা বলছেন, ‘জয় মোহনবাগান, জয় ইস্টবেঙ্গল।’
আরজি কর বিক্ষোভের জেরে বাতিল করা হয় ফুটবল ম্যাচ। রবিবার এমন আবহই পথে নামে দুই দলের সমর্থকেরা আর এখানেই ধরা পড়ে এক অভিনব ছবি দুজনেই দুই পক্ষই আন্দোলনের ধারে এক হয়ে যায়।