করোনা আক্রান্তের এলাকা স্যানিটাইজ করলেন রেড ভলেন্টিয়ার্সরা

রাজগঞ্জের ফাটাপুকুরে বেশ কয়েকটি এলাকায় করোনায় আক্রান্তদের বাড়ি সংলগ্ন এলাকা এবং স্থানীয় দোকানগুলির সামনে স্যানিটাইজেশন করল রাজগঞ্জের রেড ভলেন্টিয়ার্সরা। সোমবার বিকেলে ফাটাপুকুরে স্কুলপাড়া এবং হিন্দি স্কুলপাড়া আশ্রমপাড়া এলাকায় করোনা স্যানিটাইজেশন করা হয়।

তাদের পক্ষ থেকে আনপ চন্দ্র বর্মন জানান, ফাটাপুকুর স্কুলপাড়া এলাকায় কয়েকজন করোনা আক্রান্ত হয়েছে বলে খবর রয়েছে। এছাড়া আশ্রমপাড়া এবং হিন্দু স্কুলপাড়া এলাকায় দোকানপাট নির্দিষ্ট সময়ে খোলা থাকছে। যে কারণে লোকের জনসমাগম লেগেই রয়েছে। নতুন করে যাতে কেউ করোনা আক্রান্ত না হয় সেই আশায় রেড ভলেন্টিয়ার্সেরা কিছু পদক্ষেপ নিয়েছেন।

এদিন ফাটাপুকুর এলাকার লক্ষণ রায় স্যানিটাইজেশন প্রক্রিয়ায় অংশ নেন। উদ্যোগে পাশে রয়েছেন অশোক কুমার রায় সহ আরও কয়েকজন বাম কর্মী সমর্থকেরা। আগামী দিনে অক্সিজেন পরিষেবা সহ মাক্স স্যানিটাইজার বিলি ইত্যাদি নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। ছিলেন অশোক কুমার রায়, বনমালি রায়্‌ আনপ বর্মন, লক্ষন রায়্‌ বাপ্পা সরকার ও আদিত্য চৌধুরী।

About The Author