Ravichandran Ashwin: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা অশ্বিনের

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

বুধবার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে অবসর ঘোষণা করেছেন অশ্বিন।

এই খেলোয়াড়ের নামের সঙ্গে জড়িয়ে আছে একাধিক রেকর্ড। ১০৬টি টেস্ট, ১১৬টি ওডিআই এবং ৬৫টি টি-20 ম্যাচ খেলা অশ্বিন তিন ফরম্যাট মিলিয়ে ৭৭৫টি উইকেট নিয়েছিলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেটের নজিরও তাঁর দখলে৷

অশ্বিন ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। অশ্বিনের আগে কেবল অনিল কুম্বলে ৬১৯ উইকেটের রেকর্ড করেছিলেন।

সাদা বলের ফর্ম্যাটে অশ্বিন ১৮১টি ম্যাচে ২২৮টি উইকেট নিয়েছেন। ওডিআইতে ১১৬টি ম্যাচে নিয়েছেন ১৫৬ উইকেট। সেরা পরিসংখ্যান ৪/২৫। টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৫টি ম্যাচে তিনি ৭২ উইকেট নিয়েছেন। সেরা ৪/৮। দেশের হয়ে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন অশ্বিন।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর কিংবদন্তী এই স্পিনারকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই।

About The Author