রাজগঞ্জ: মাধ্যমিকে রাজগঞ্জে যুগ্মভাবে সেরা আরমান হোসেনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সম্মান জানালেন আইসি অনুপম মজুমদার। জেলা পুলিশের তরফে সম্মান জানিয়ে আরমানের ভবিষ্যৎ জীবনের মঙ্গলকামনা করলেন পুলিশকর্তারা।
রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র আরমান হোসেনের প্রাপ্ত নম্বর ৬৬৪। ইতিমধ্যেই আল-আমিন মিশনে পড়াশুনার জন্য বাইরে গিয়েছে সে। বাড়িতে নেই। স্কুলে ছেলের হয়ে মাধ্যমিক রেজাল্ট তুলেছেন বাবা সফিজুল ইসলাম।
বাবা পঞ্চায়েত কর্মী , মা স্কুলের পার্শ্বশিক্ষক। দুজনেই ছেলের রেজাল্ট নিয়ে বিশেষ আশাবাদি ছিলেন। রেজাল্ট ভালো হলেও আরও বেশি নম্বর আশা করেছিলেন বলে জানালেন দুজনই। তাঁদের কথায়, ছেলে ছোট থেকেই পড়াশুনায় ভালো। মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে। সেইমত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে আল-আমিন মিশনে ভর্তি হয়েছে আরমান। ছেলে আগামীতে এমবিবিএস নিয়ে পড়ে ডাক্তার হতে চায় বলে জানালেন আরমানের বাবা।
শনিবার তাঁদের বাড়িতে গিয়ে জেলা পুলিশের তরফে আরমানের বাবা-মাকে সম্মান জানালেন পুলিশের আইসি এবং সহপুলিশকর্তারা। প্রসঙ্গত উল্লেখ্য, রাজগঞ্জ এমএন হাইস্কুল থেকে যুগ্মভাবে সেরা হয়েছে দীপজয় সরকারও।