রাজগঞ্জে ফের ঝুলন্ত দেহ উদ্ধার

রাজগঞ্জে ফের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী যুবক। এমনটাই জানিয়েছে মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে, রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের সরদারপাড়া এলাকায়।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাপস সরকার। তাঁর বয়স ছিল ২৩ বছর। ওই যুবক বাইরে রাজ্যে কাজ করতেন। কয়েকদিনের জন্য বাড়িতে ছিলেন। এখান থেকে কেরালায় যাওয়ারও কথা ছিল। রবিবার সকালে শিকারপুর হাটে, একটি দোকানের সেডের তলায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পরিবার সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। শনিবার রাতে রঙধামালিতে তাঁর দাদার বাড়ি থেকে খাবার খেয়ে বাড়ির পথে বের হয়েছিল সে। তবে বাড়িতে আর ফিরে আসেনি এই যুবক। রবিবার সকালে শিকারপুর হাটে একটি খোলা দোকানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।

খবর দেওয়া হয় পুলিশকে। দেহ উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। রাজগঞ্জে পরপর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

About The Author