ফুটবলারদের মাস্ক ও খাদ্যসামগ্রী বিলি ইস্টবেঙ্গল একাডেমির

জলপাইগুড়ি: ইস্টবেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল একাডেমির এবং ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের উদ্যোগে ও এবিপিসি ক্লাব এবং জলপাইগুড়ি ইস্টবেঙ্গল ক্লাব পরিচালিত ফুটবল স্কুলের পরিচালনায় এদিন প্রশিক্ষণরত রাজগঞ্জ এবং জলপাইগুড়ির ৪০ জন ক্ষুদে ফুটবলার ও জলপাইগুড়ির স্থানীয় গ্রাউন্ড স্টাফদের মাস্ক এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল জুনিয়ার দলের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা কর্তা সৌমিক মজুমদার, জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার, শিক্ষারত্ন মিহির সরকার, ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার মনোজ মহম্মদ, সেনাদলের খেলোয়াড় তথা রাজগঞ্জ ইস্টবেঙ্গল একাডেমির প্রাক্তন ফুটবলার উত্তম দাস, জলপাইগুড়ি কোয়ারেন্টাইন অফিসার সৌমিক মুখার্জি প্রমুখ।

About The Author