Rajganj: চা বাগানের ভেতরে নদী থেকে উদ্ধার দেহ

চা বাগানের ভেতরে নদী থেকে স্থানীয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার রাজগঞ্জের ফাটাপুকুরে একটি চা বাগানে ঘটেছে এই ঘটনা। বিকেলে দেহ উদ্ধার করে পুলিশ।

বৃদ্ধের নাম রমনি রায় (৬৬)। তার বাড়ি ফাটাপুকুর ডাঙ্গাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃত বৃদ্ধ আংশিক প্রতিবন্ধী ছিলেন। সম্ভবত নদীর পাশ দিয়ে বাগানে যাতায়াত করার সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। তাদের পরিবারের সকলেই দিনমজুরির কাজ করেন। এদিন বিকেলে বাগানের মাঝখানে ভেন্ডি নদী থেকে দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার মানুষ। এরপর জানতে পারেন এই ঘটনা।

রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন, ওই ব্যক্তি আংশিক প্রতিবন্ধী। কোনও কারণে চা বাগানে জলাশয়ের পাশ দিয়ে যাওয়ার সময় জলে পড়ে যান। সেখানেই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে শুক্রবার।

মৃতের পুত্রবধু জানান, পরিবারের ৬ জন সদস্য। দিনমজুরি করেই সংসার চলে। এদিন বাড়ি থেকে কিছুটা দূরে চা বাগানে দেহ উদ্ধারের খবর শুনতে পারেন। বিকেলে মৃতের স্ত্রী কাজ সেরে বাড়িতে এসে এই ঘটনা জানতে পেরে কান্নায় ভেঙ্গে পড়েছেন। শোকের ছায়া পরিবারে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ দেহ উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। থানার আইসি পঙ্কজ সরকার আরও জানান, নদীতে বর্তমানে খুব একটা জল না থাকলেও যেখানে এই ঘটনা সেই জায়গায় উচু খাড়া পাড় থেকে জলে পড়ে যান বৃদ্ধ। আংশিক পক্ষপাতে আক্রান্ত হওয়ায় এই অঘটন বলে অনুমান করা হচ্ছে। বাকিটা দেহ ময়নাতদন্তের পর বোঝা যাবে। আপাতত সন্দেহজনক কিছু দেখছে না পুলিশ।

About The Author