রাজগঞ্জে ফের বাইক দুর্ঘটনা! মৃত্যু কলেজ পড়ুয়ার

রাজগঞ্জ: রাজগঞ্জে ফের বাইক দুর্ঘটনা! কাড়ল একটি তরতাজা প্রাণ। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, মৃতের নাম প্রসেনজিৎ রায়। তাঁর বাড়ি সন্ন্যাসীকাটা অঞ্চলের সদরাগছ এলাকায়।

জানা গিয়েছে, শনিবার রাতে রাজগঞ্জ ব্লকের শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর হাতিমোড়ের কাছে ধারাগছ স্কুলের পাশে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে আনুমানিক সাড়ে ন’টা নাগাদ।

বাইক নিয়ে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি দিকে যাচ্ছিল ওই যুবক। সে সময় রাস্তার পাশে দেয়ালে ধাক্কা মারে বলে খবর। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ছেলেটি তাঁর দিদির বাড়ি গিয়েছিল বেরাতে। সেখান থেকে নিজের ঘরে ফেরার পথে পথ দুর্ঘটনা হয় বলে খবর।

(খবরটি এইমাত্র দেওয়া হয়েছে, সব তথ্য জানতে কিছুক্ষণ পর রিফ্রেশ করুন)

About The Author