Rajganj: টাকার বিনিময়ে প্রার্থী বাছাইয়ের অভিযোগ ঘিরে দ্বন্দ্ব শাসকদলে

টাকার বিনিময়ে পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের অভিযোগ ঘিরে দ্বন্দ্ব শাসকশিবিরে। জলপাইগুড়ির রাজগঞ্জে দলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন দলেরই লোকজন। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবজোয়ার কর্মসূচিতে প্রার্থী হিসেবে যাদের নির্বাচন করা হয়েছিল তাঁদের সরিয়ে মোটা টাকার বিনিময়ে পছন্দমত প্রার্থী করা হচ্ছে। এর প্রতিবাদে দরকারে নির্দল হিসেবে আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে দিতে চান বিক্ষুব্ধরা। অন্যদিকে, এমন দাবি অস্বীকার করে তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়ের মন্তব্য, নির্দল হয়ে ভোটে দাঁড়ালে দল থেকে বের করে দেওয়া হবে।

সোমবার রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের ভাঙ্গামালিতে সাংবাদিক সম্মেলন করে পঞ্চায়েতের আসন বিক্রির অভিযোগ জানালেন তৃণমূল কর্মীদের একাংশ। তাদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবজোয়ার কর্মসূচিতে প্রার্থী নির্বাচন হয়েছিল। কিন্তু ব্লকের নেতৃত্বরা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করছেন। টাকার বিনিময়ে প্রার্থী নির্বাচন করা হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে মারাত্মক অভিযোগ করেন তাঁরা। এভাবে প্রার্থী চূড়ান্ত করা হলে তারা নির্দল হিসাবে ভোটে লড়বেন বলে হুঁশিয়ারি দেন।

যদিও তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এখনো কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। দলের সুপ্রিমোর নির্দেশ মতো প্রার্থী নির্বাচন করা হবে। তবে কেউ দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটে জিতলেও তাকে দলে স্থান দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারি দেন। এই নিয়ে তৃণমূলের পার্টি অফিসের সামনে বেশ কিছু দলীয় কর্মী বিক্ষোভ দেখালেন। এরপর সাংবাদিক বৈঠক করেন। সেখানে ছিলেন তৃণমূল কংগ্রেসের এসসি-এসটি-ওবিসি সেলের রাজগঞ্জ ব্লকের ভাইস প্রেসিডেন্ট জফিরুল হকরা।


About The Author