Rajganj: সরকারি সুবিধা থেকে ‘বঞ্চিত’, ‘গ্রাম সম্পর্ক’-এ অভিযোগ শুনল বিজেপি

‘গ্রামের সাধারণ মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন না, যারা কাটমানি দিয়েছেন তাঁরা হয়ত পেয়েছেন’; গ্রাম সম্পর্ক অভিযানে এসে রাজগঞ্জের মাঝিয়ালি মহানভিটা গ্রাম ঘুরে একথাই বললেন বিজেপির রাজ্য যুব মোর্চা‌র সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ।

রবিবার তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়ও। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করে সাধারণ মানুষ কি পেলেন কি পেলেন না সেই খোঁজ নিলেন বিজেপির কার্যকর্তা‌রা। পানীয় জল, স্বাস্থ্য ইত্যাদি পরিষেবা পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে না বললেন বেশির ভাগ গ্রামবাসী। সেই প্রসঙ্গে অনেক জায়গাতেই বলতে শোনা গেল, হয়ত বিজেপি সমর্থন করেন তাই পরিষেবা পাচ্ছেন না। এদিন, এলাকার কয়েকটি বাড়ি ঘুরে বিজেপির রাজ্য যুব মোর্চা‌র সভাপতি বলেন, সরকারি পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছেন না। রাজগঞ্জে এসেও একই অভিযোগ শুনলেন। সাধারণ মানুষের অভিযোগ শুনে লিখে নিয়েছেন, সব পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। তিনি আরও বলেন, দ্বিতীয় পর্যায়ের গ্রাম সম্পর্ক অভিযানে নেমেছেন। আড়াই হাজার গ্রাম সম্পর্কের লক্ষ রয়েছে তাঁদের। 

About The Author