মামাবাড়িতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন রাজগঞ্জের এক যুবতী। গত চার দিন ধরে কোনও খোজ নেই তাঁর। সুখানি অঞ্চলের ভোলাপাড়া এলাকার ঘটনায় শোরগোল।
পরিবারের দাবি, গত সোমবার মামার বাড়ি উদ্দেশ্যে মাঝিয়ালী অঞ্চলের ঘোষপাড়াতে গিয়েছিল। পরদিন যুবতীর মামার বাড়ি থেকে খবর আসে মনছড়া সেখানে নেই। বাড়িতেও ফেরেনি। তারপর থেকেই আর কোনও হদিস নেই বছর ২৫-র যুবতী মনছড়া খাতুনের। যুবতীর এক বোন জানালেন, মনছড়া আংশিক প্রতিবন্ধি। ঠিকমত কথা বলতে পারেন না। এমনি বাড়ির সামনে এলাকায় হাটাহাটি করেন। মামার বাড়িতেও চলে যান একা একাই। তবে এবারে সেখান থেকে বেরিয়ে ঠিক কোথায় গেল বা অন্য কারও সঙ্গে চলে গিয়েছে কি না তা জানা যাচ্ছে না। বেশ কিছু জায়গায় খোঁজাখুঁজির পর কোন হদিস না পাওয়ায় রাজগঞ্জ থানয় লিখিত অভিযোগ করা হয়েছে। গত চারদিন হয়ে গেলেও এখন কোনও হদিস না মেলায় চিন্তিত পরিবার।
পাম্প মালিকদের ডাকা বনধ ঘিরে সকাল থেকে বন্ধ উত্তরবঙ্গের পেট্রোল পাম্পগুলি। সমস্যায় পড়েছেন বহু মানুষ। এদিকে খোলা তেল কিনতে ভিড় চোখে পড়ল রাস্তার আসে পাশে। বিক্রি হচ্ছে কিছুটা বেশি দামে। তবে উপায় না দেখে তাই কিনতে হচ্ছে বাইক চালকদের। প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি ২৪ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ থাকবে সে কথা আগেই ঘোষণা করেছিল নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন। সেই মত শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সমগ্র উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প বন্ধ থাকছে।
তবে কেন বন্ধ পেট্রোল পাম্প? জানা গেল, রাজ্যে গত পঞ্চায়েতের নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর গাড়িগুলির জন্য বিভিন্ন পাম্প থেকে তেল দেওয়া হয়েছিল। সেই বাবদ প্রায় উনিশ কোটি টাকা বকেয়া রয়েছে। এই বিপুল টাকা বহুবার আবেদন করেও পাননি উত্তরবঙ্গের বিভিন্ন পাম্পের মালিকেরা। এই অভিযোগে বন্ধের ডাক দেওয়া হয়েছে। এদিকে সামনেই লোকসভা ভোট রয়েছে। ফলে আগের বকেয়া ও অন্যদিকে সামনেই ভোট থাকায় আশঙ্কায় রয়েছেন পেট্রোল পাম্প মালিকেরা।