নির্মীয়মাণ রেল ব্রিজ ভেঙ্গে মৃত্যু অন্তত ১৭ শ্রমিকের, রয়েছেন বাংলার কয়েকজন

নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হল। বুধবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মিজোরামে। আহত আরও বেশ কয়েকজন। মৃতদের মধ্যে বাংলার বেশ কয়েকজন বাসিন্দা রয়েছেন বলেও জানা গিয়েছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মিজোরামের আইজলের কাছে সাইরাং-এ তৈরি হচ্ছিল ওই রেল ব্রিজ। সেখানেই এই ঘটনা ঘটে। কীভাবে ওই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। চলছে উদ্ধারকাজ। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটে সেই ভাঙা ব্রিজের ছবি প্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জেলা প্রশাসনকে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন। দেহ উদ্ধারের পর পরিবারগুলির জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

About The Author