Rajganj: অমানবিক কায়দায় গরু পাচারে চেষ্টা! পিচের ড্রাম থেকে উদ্ধার হল ১৬টি গরু

রাজগঞ্জ: ফের অমানবিক কায়দায় গরু পাচারে চেষ্টা! পিচের ড্রাম থেকে উদ্ধার হল ১৬টি গরু। একটি মরেছে।

বুধবার সকালে ফাটাপুকুর টোল প্লাজার কাছে সন্দেহজনক লরিটিকে দাঁড় করায় পুলিশ গাড়িতে প্রাথমিকভাবে ফাঁকা ড্রাম দেখা যায়। তারপর থেকেই তারপরেই ভেতর থেকে উদ্ধার হয় ১৬টি গরু। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, একটি ট্রাকে করে বিহার থেকে আসামে গরু পাচার হচ্ছে। সেই মত শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর টোল প্লাজায় ঘাপটি মেরে বসে ছিল রাজগঞ্জ থানার পুলিশ। ওই গাড়ি থামাতেই প্রথমটাই চমকে যেতে হয়। একি! এ তো ফাঁকা ড্রাম বোঝাই গাড়ি। কিন্তু কিছু পরেই নিজে থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে গরু। পিচের ড্রাম থেকে পরপর উদ্ধার হল ১৬টি গরু। একটি আবার মরা।

About The Author