পাক-প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করলেন নরেন্দ্র মোদি

করোনা ভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর পেয়ে সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সুস্থতার বার্তা জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুত করোনা মুক্ত হোন, এই আশা করি।’

ইমরান খানের সংক্রমণের খবর পাকিস্তানের স্বাস্থ্য দপ্তরের তরফে টুইট করে জানানো হয়। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। কিছুদিন আগেই তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই করোনায় আক্রান্ত হলেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়জল সুলতান টুইটবার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতেই আছেন তিনি।’ পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফের তরফে ফয়জলের টুইটটি রিটুইট করা হয়েছে। ১৮ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন ইমরান। চিনের সিনোফার্ম-এর তৈরি কোভিড টিকার ডোজ নিয়েছিলেন তিনি।

About The Author