দেশীয় প্রযুক্তিতে তৈরি ফোর্থ জেনারেশনের যুদ্ধবিমান ‘তেজস’-এ উড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মাথায় ব্যালিস্টিক হেলমেট, গায়ে জলপাই রঙের পোশাক এবং চোখে ইউভি গগ্লস পড়ে আকাশপানে উড়ে গেলেন মোদী। সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করে জানালেন নিজের অভিজ্ঞতার কথা। এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
মোদী লিখেছেন, ‘তেজসে সফল যাত্রা সম্পন্ন করলাম। এই অভিজ্ঞতা আমাকে দারুণ ভাবে সমৃদ্ধ করেছে। দেশবাসীর ক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে এবং আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব এবং আশার আলো এনে দিয়েছে।’ শনিবার সকালে সেই উড়ান করালেন বায়ু সেনার এক আধিকারিক।
তেজসের মার্ক-১ ফাইটার জেটের দু’আসন বিশিষ্ট নয়া প্রশিক্ষণ বিমানটি বায়ুসেনার হাতে গত অক্টোবরেই তুলে দেওয়া হয়েছিল। শনিবার তাতেই সওয়ার হলেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের, ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমান তেজস নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম।