নয়াদিল্লি: রবিবারের মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে আরও বেশি সতর্ক হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসছে উৎসবের দিনগুলিতে নিজের ও নিজের পরিবারের যত্ন নিতে পরামর্শ দিলেন তিনি। এদিকে, স্বাস্থ্য মন্ত্রক সূত্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এপর্যন্ত দৈনিক সংক্রমণের নিরিখে সর্বাধিক। এদিন, মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন উৎসবের মরসুম। অনুষ্ঠানের পাশাপাশি নাগরিকদের শৃঙ্খলাপরায়ণ হওয়ারও সময়। করোনা রুখতে নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। দু’গজের দূরত্ব অবশ্যই মেনে চলুন।’ করোনার সংক্রমণ এড়াতে একাধিক রাজ্য, তাদের স্থানীয় উৎসবের অনুষ্ঠানে কাটছাট করেছে। এবছর, মহারাষ্ট্রেও গণপতি পুজোর সার্বজনীনভাবে কম হয়েছে। বিসর্জনেও সরকারি নিয়ন্ত্রণ রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে মহরমের শোভাযাত্রা। কেরলের ওনাম উৎসবেও নিয়মরক্ষার বিধি মেনেই অনুষ্ঠান সারতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এ অবধি মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৪৯৮ জনের। এই অবস্থায় আগামী মাস থেকে আনলক-৪ দেশব্যাপী লাগু করতে নির্দেশিকা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ৭ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী চালু হবে মেট্রো পরিষেবা। তবে এখনই চলছে না শহরতলির ট্রেন। পাশাপাশি কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউনে কেন্দ্রের অনুমতি নিতে হবে রাজ্যকে। ২১ সেপ্টেম্বর থেকে সর্বাধিক ১০০ জনের জমায়েতে মিটিং-মিছিলে অনুমতি মিলবে। তবে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল, কলেজ সহ বিশ্ববিদ্যালয় বন্ধই থাকবে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে ২.৪৪ কোটিরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।