মধ্যপ্রদেশ: নেপালের বিমান দুর্ঘটনা রেশ কাটতে না কাটতেই জোড়া বিমান দুর্ঘটনার খবর এল মধ্যপ্রদেশ থেকে। তবে যাত্রীবাহী বিমান নয়, মধ্যপ্রদেশে সকালে মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল দু’টি যুদ্ধবিমান। মনে করা হচ্ছে, প্রশিক্ষণ চলাকালীন কোনও ত্রুটির কারণে বিমান দুটির মধ্যে সংঘর্ষ ঘটে; তারপরই মাটিতে ভেঙ্গে পড়ে মিরাজ ২০০০ এবং সুখোই ৩০ নামের বিমান দুটি।
এই ঘটনায় এখনো হতাহতের সংখ্যা জানা যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে, দুটি বিমানে ৩ জন চালক ছিলেন। একজনের কোনও হদিস না মিললেও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেছে। শনিবার ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে কিভাবে ঘটলো এই ঘটনা তার তদন্ত না শুরু হলে বলা সম্ভব নয়। এদিকে, রাজস্থানেও সকালে একটি যুদ্ধ বিমানে দুর্ঘটনা ঘটেছে বলে খবর।