রাজ্যের আবারও জারি হল বিধিনিষেধ। করোনা সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে নবান্ন থেকে একাধিক বিধিনিষেধের কথা ঘোষণা করলেন মুখ্যসচিব। নয়া নির্দেশিকা কার্যকর হবে সোমবার থেকে। সেই অনুযায়ী –
রাজ্যের স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিস্ঠান বন্ধ। শুধুমাত্র আভ্যন্তরীণ কাজ চলবে ৫০ শতাংশ লোক নিয়ে।
লোকাল ট্রেন-মেট্রো চলবে অর্ধেক যাত্রী নিয়ে। লাইনে চলবে অর্ধেক লোকাল ট্রেন। সন্ধে ৭টার পর লোকাল ট্রেন চলবে না।
সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ লোক নিয়ে কাজ। বাড়ি থেকে কাজ অর্থাৎ ওয়ার্ক-ফ্রম-হোমের পরামর।
জিম, বিউটি পার্লার, সেলুন, সুইমিং পুল, স্পা বন্ধ।
বিনোদন পার্ক, চিড়িয়াখানা, পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
রেস্টুরেন্ট-বার চলবে রাত ১০টা পর্যন্ত তবে সেখানে ৫০ শতাংশ লোক প্রবেশ করতে পারবেন।
শপিং মল, মার্কেট কমপ্লেক্স চলবে রাত ১০টা পর্যন্ত তবে লোকধারন ক্ষমতার ৫০ শতাংশ ঢুকতে পারবেন।
সিনেমা হল, থিয়েটারে ৫০ শতাংশ লোকের প্রবেশে ছাড়। চলবে রাত ১০টা পর্যন।
বিয়ে বাড়ি, সভা, বৈঠক, জমায়েতে ৫০ জনের বেশি লোক নয়।
অন্তিম যাত্রায় ২০ জনের বেশি লোক নয়।
রাত ১০টার পর থেকে ভোর ৫টা অবধি জরুরী পরিষেবা ছাড়া বাইরে যাতায়াত নয়।