মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন আরেক প্রধানমন্ত্রী, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রী মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে করমর্দনের ছবি পুরনো হতে না হতেই সামেন এল আরেক দৃশ্য। জি৭ বৈঠকে আন্তর্জাতিক প্রভাব দেখিয়ে রবিবার পাপুয়া নিউগিনিতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। বিমান থেকে নেমে সামনে এগিয়ে যেতেই মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেললেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

ইতিপূর্বে, জাপানের হিরোশিমায় জি৭ শীর্ষক বৈঠক শেষ করেছেন মোদী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন। সেই অনুষ্ঠান সেরে পাপুয়া নিউগিনিতে পাড়ি জমিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। স্থানীয় সময় রাত ১০ টায় পোর্ট মোরিসবিতে অবতরণ করেন। সেখানে তাঁকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে হাজির ছিলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নিজেই। বিমান থেকে নামতেই মোদীকে জড়িয়ে ধরেন, পা ছুয়ে প্রণামও করেন এই ঘটনায় অপ্রস্তুত মোদী তাঁকে থামানোর চেষ্টা করে পিঠে হাত রাখেন। এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই, বিজেপির তরফে ধন্য ধন্য রব উঠেছে।


About The Author