আস্থাভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হল ওলিকে। নেপালে পতন হল ওলি সরকারের। সোমবার নেপাল সংসদে আস্থাভোটে ১২৪-৯৩ ব্যবধানে হেরে যান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ওলির ১৩৬ জন সদস্যর সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু তা তিনি পাননি।
২৭১ আসনের নেপাল সংসদে এদিন উপস্থিত ছিলেন ২৩২ জন। ওলির পক্ষে ভোট দেন ৯৩ জন সাংসদ। বিপক্ষে ভোট ভোট দেন ১২৪ জন। ভোটদানে বিরত ছিলেন ১৫ জন সাংসদ। আস্থাভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হল ওলিকে। তিনি রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর কাছে ইস্তফাপত্র জমা দেবেন। উল্লেখ্য, ওলির চিন ঘেঁষা নীতির প্রভাব পড়েছিল ভারত-নেপাল সম্পর্কে।